কাল আন্দোলন নেই, সংবাদ সম্মেলন করবে কোটা আন্দোলনকারীরা
সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
আগামীকাল শনিবার (১৩ জুলাই) কোটা সংস্কারের দাবিতে কোনো ধরনের আন্দোলন হবে না। তবে সারাদেশে অনলাইন ও অফলাইনে বৈঠকের পর সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর এর মধ্য দিয়ে আজকের মতো শাহবাগ ছেড়েছেন শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার।
আবু বকর মজুমদার বলেন, ‘বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে। গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ আঘাত করেছে। এরপর থেকে কোথাও আমাদের কারো ওপর হামলা হলে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে প্রশাসন সাংবাদিকদের ওপর হামলা করেছে।’
কর্মসূচি ঘোষণা করে তিনি আরও বলেন, ‘আগামীকাল সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইন বৈঠক বা সমন্বয় হবে এবং সন্ধ্যা ৬টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’