Logo
Logo
×

সংবাদ

কাল কলাবাগান-গ্রিন রোডসহ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম

কাল কলাবাগান-গ্রিন রোডসহ যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রতীকী ছবি

কলাবাগান-গ্রিন রোডসজ রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার (১০ জুলাই) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামী ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা কলাবাগান, কাঠাল বাগান, পূর্ব রাজাবাজার, গ্রিন রোড ও পান্থপথ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন