Logo
Logo
×

সংবাদ

কোটার বিষয়ে স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম

কোটার বিষয়ে স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগের

সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (১০ জুলাই) কিছু নির্দেশনাসহ এ আদেশ দিয়েছে আপিল বিভাগ।

অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকবে। 

আপিল বিভাগের এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এতে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হয়েছে। আপিল বিভাগ ৭ আগস্ট পরবর্তী দিন শুনানির তারিখ রেখেছে।

পর্যবেক্ষণে আদালত বলেছে, সব প্রতিবাদী ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন