বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন নাহিদ খান
নাহিদুল খান সাহেল। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপি সভাপতি নাহিদুল খান সাহেলকে দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ খান বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনেকদিন ধরে কাজ করছেন। তিনি গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা ‘দ্য কোয়ালিশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশের (সিএইচআরডি-বাংলাদেশ) বোর্ড অব ডিরেক্টর সদস্য। রাজনীতির পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। আবাসন খাতে বিনিয়োগের পাশাপাশি তার খাদ্য ও জ্বালানির ব্যবসা আছে। এ ছাড়া তিনি খান ইনভেস্টমেন্ট এলএলসিরও মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
মুন্সীগঞ্জের ছেলে নাহিদ খান প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকার’ (ফোবানা) জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি। এছাড়া ২০২৫ সালের ফোবানা সম্মেলনের আহ্বায়ক। পড়াশোনা করেছেন মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এদিকে, আজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ৩৯ পদে রদবদল আনা হয়েছে। এ ছাড়াও পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানায় বিএনপি।