Logo
Logo
×

বিনোদন

ফরিদা পারভীনের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম

ফরিদা পারভীনের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার

রাজধানীর মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

বিএনপির মিডিয়া জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেন। একজন গুণীশিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান। সেখানে তিনি ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ফোন করে অনুরোধ জানান। পাশাপাশি ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব। এ সময় ফরিদা পারভীনকে আর্থিক সহযোগিতাও করেন মির্জা ফখরুল।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন