Logo
Logo
×

বিনোদন

অভিনেতা সমু চৌধুরীর অসুস্থতার খবর সত্য

Icon

ইউএনবি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:১৫ পিএম

অভিনেতা সমু চৌধুরীর অসুস্থতার খবর সত্য

সামাজিকমাধ্যম মাধ্যমে হঠাৎ করেই অভিনেতা সমু চৌধুরীর একটি ছবি ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, ‘তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।’ ছবিতে দেখা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন তিনি।

তার ছবি পোস্ট করে বৃহস্পতিবার (১২ জুন) সাইবার ক্র্যাক টোয়েন্টিফোর নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, ‘চলচিত্র ও নাট্যকার সমু চৌধুরী মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবেই শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।’

‘আমি তার আত্মীয়-স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ছবিটি শেয়ার করে দেবেন যাতে তিনি প্রিয়জনদের কাছে সহি-সালামতে পৌছে যেতে পারেন।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় পাগলা থানার ওসি ফেরদৌস আলম ও অভিনেতা রাশেদ মামুন অপু।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অপু লিখেছেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আপাতত আমরা তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে। আমরা সবাই সমুদার জন্য দোয়া করি।’

ধন্যবাদ।

তবে এখনও তিনি মাজারেই আছেন বলে জানিয়েছেন ওসি ফেরদৌস আলম। তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা আছেন। সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ। আমরা তাকে উদ্ধারের ব্যবস্থা নিয়েছি। কিন্তু অভিনয়শিল্পী সংঘের লোকজন বলছেন, তারাও আসছেন। তারা এলে অভিনেতাকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন