Logo
Logo
×

বিনোদন

যে মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৬:৩৩ পিএম

যে মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হলো

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক নিশ্চিত করেছেন।

এর আগে দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় নুসরাত ফারিয়াকে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এই অভিনেত্রীর বিরুদ্ধে সেই মামলায় গ্রেপ্তার পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সে জন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন