Logo
Logo
×

বিনোদন

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৬ পিএম

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার রিজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেন। 

জেলার রিজিয়া বেগম বলেন, মডেল মেঘনা আলম সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের লোকজন এসেছিলেন।

গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ। ৯ এপ্রিল রাতে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করার পরদিন বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। ১৭ এপ্রিল ধানমন্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে গ্রেপ্তার দেখান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন