Logo
Logo
×

বিনোদন

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে নিজের ছবির পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

সমালোচনার মুখে টিএসসিতে গিয়ে নিজের ছবির পোস্টার ছিঁড়লেন মেহজাবীন

আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। এই অভিনেত্রী সেই সিনেমার প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। এসবের মধ্যেই হঠাৎ বিতর্কে জড়াল তার নাম। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সিনেমার প্রচারণার জন্য গিয়েছিলেন মেহজাবীন। সেখানে টিএসসির দেয়ালে ‘প্রিয় মালতী’র কিছু পোস্টার সাঁটিয়ে দেন তিনি। আর এই কাজ করতে গিয়েই মেহজাবীন সমালোচনার মুখে পড়েন। 

জানা গেছে, টিএসসির দেয়ালে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন।

পরে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই সেই গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন। এরপর এক ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন