Logo
Logo
×

বিনোদন

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণি চলচ্চিত্রের মহাতারকা আল্লু অর্জুন গ্রেপ্তার হয়েছেন। সিনেমা হলে পদদলিত হয়ে নারী নিহতের ঘটনায় করা মামলায় ‘পুষ্পা’ খ্যাত এই তারকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নেওয়া হয়। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর দেয়। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, নারী নিহতের ওই মামলাকে ঘিরে আল্লুকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আজ অভিনেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। গ্রেপ্তারের আগে স্থানীয় পুলিশ কমিশনারের টাস্ক ডিপার্টমেন্ট এবং ছিক্কদপল্লী থানার কর্মকর্তারা জড়ো হন অভিনেতার বাড়িতে। 

এর আগে অভিনেতা তেলেঙ্গানা হাইকোর্টের কাছে এফআইআর থেকে তার নাম বাদ দিতে আবেদন করেছিলেন। তবে নিম্ন আদালতে এর কোনো শুনানি হয়নি।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ চলচ্চিত্রটি। গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল।  এতে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তার স্বামী ও ছেলে শ্রীতেজ। সন্ধ্যায় প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান। আল্লুকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন। এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদদলিত হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। 

এ ঘটনায় আল্লু অর্জুন, তার নিরাপত্তাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করে রেবতীর পরিবার। পরিবারের অভিযোগ, আল্লু আসার কোনো আগাম খবর দেওয়া হয়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন