Logo
Logo
×

বিনোদন

বিয়ের পর বরকত বেড়ে গেছে, বললেন নাদিয়া

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

বিয়ের পর বরকত বেড়ে গেছে, বললেন নাদিয়া

সালহা খানম নাদিয়া। ছবি: সংগৃহীত

সালহা খানম নাদিয়া অভিনয় দিয়ে দর্শকদের মনে মোটামুটি জায়গা করে নিয়েছেন। এরই মধ্যে চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত।

বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে তাসহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব কথা বলেছেন এ অভিনেত্রী। বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি, আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’

নাদিয়া জানান, ‘আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোনো শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।’

শাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে। তার সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই।’

এছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসাও সামলাচ্ছেন এ অভিনেত্রী। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন