Logo
Logo
×

বিনোদন

অভিনয় করতে হলে চোয়াল কেটে সোজা করতে হবে!

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১১:১৫ এএম

অভিনয় করতে হলে চোয়াল কেটে সোজা করতে হবে!

সান্যা মলহোত্রা গভীর আত্মবিশ্বাস নিয়ে বলিউডে গিয়েছিলেন তিনি। কিন্তু কাস্টিং ডিরেক্টর বললেন, সান্যার চোয়াল ঠিক নেই। অস্ত্রোপচার করে চোয়াল ঠিক করতে হবে। তবেই তিনি অভিনয়ের সুযোগ পাবেন।

পরিচালকের কথায় তাজ্জব সান্যা মলহোত্রা। এমন কথা তিনি কখনও শোনেননি। কল্পনাও করেননি। এটা সম্ভব বলেও তিনি মনে করেন না। সুতরাং রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন।

তিনি বলেন, ‘এখন তারা (পরিচালকরা) ধরনের কথাবার্তা আর বলে না। আমি জানি আমি নিখুঁত। প্রথম থেকেই এটাও জানতাম যে, আমার অভিনয়ের দক্ষতার জেরেই অডিশনে নির্বাচিত হব। আমার বিশ্বাস ছিল, এক দিন ঠিক নায়িকা হব আমি।’

বাড়িতেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, মায়ের একটি শর্ত ছিল। আগে পড়াশোনা শেষ করতে হবে। স্নাতকোত্তর পড়ার পরে অভিনয় জগতে প্রবেশ করতে পারবেন তিনি।

কিন্তু বাবা তার পক্ষে ছিলেন।

এবারঅভিনেত্রীর মা একে একে তিনজন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন মেয়েকে। তারা বলেছেন, সান্যার অভিনয় করা উচিত নয়। অভিনয়ের দুনিয়া তার জন্য সঠিক নয়। সান্যার মাকে তাঁরা আরও বলেছিলেন, মেয়ের অর্থনীতি নিয়ে পড়াশোনা করে ব্যাংকে চাকরি করা উচিত।

কিন্তু অভিনেত্রী সোজা বলে দিলেন, ‘এটা (অভিনয়) একেবারেই সম্ভব নয়।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন