বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে। আজ বৃহ্স্পতিবার (৭ আগস্ট) বিকালে সচিবালয়ে এই কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রস্তাবিত সংস্কারসমূহ স্বল্প সময়ে শতভাগ বাস্তবায়ন করা না গেলেও উপযুক্ত রোডম্যাপ নিশ্চিত করার চেষ্টা চলছে।
রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করা হবে।
আগামী নির্বাচনের আগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।