
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুদ্দিন। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।
আদেশে বলা হয়, মো. সাইফুদ্দিন, সিএফএ–কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম বা সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা ৫(২) মোতাবেক তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে বিএসইসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন-ভাতা ও অন্য সুবিধাগুলো সরকারের সঙ্গে সম্পন্ন করা চুক্তি দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়।