Logo
Logo
×

অর্থনীতি

আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখলে রাখুক, আজকে মিটিং হবে না: অর্থ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম

আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখলে রাখুক, আজকে মিটিং হবে না: অর্থ উপদেষ্টা

এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজকে উপদেষ্টার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক। অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রেস রিলিজ দিয়ে জানানো হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এমনকি তাদের সাথে যে বৈঠক হওয়ার কথা সেটাও হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

এর আগে দেশের বিভিন্ন কর-শুল্ক অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে বলে জানিয়েছিলেন ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা। তিনি বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’

মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন