এনবিআরের গেটে তালা
ঢুকতে-বেরোতে পারছে না কেউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৬:৩০ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের তিনটি গেটে ভেতর ও বাইরে- দুই দিক থেকেই তালা লাগানো হয়েছে। ফলে আন্দোলনে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের নেতারা ভেতরে ঢুকতে পারছেন না। আর যারা ভেতরে অবস্থান করছেন তারাও বাইরে বের হতে পারছেন না। এতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে এনবিআর।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে ভবনে জড়ো হতে থাকেন কর্মকর্তারা। পরিস্থিতি সামলাতে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এনবিআর কর্তৃৃপক্ষ গেটের ভেতর থেকে তালা লাগিয়েছে।
ফলে আন্দোলনকারীদের যারা ভেতরে রয়েছেন তারা বের হতে পারছেন না। অন্যদিকে আন্দোলনকারীদের বড় অংশ রয়েছে গেটের বাইরে। ঢুকতে না পেরে তারাও বাইরের দিক থেকে তালা লাগিয়ে দিয়েছেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বিকেলে এনবিআরের বাইরে গেটের সামনে সংবাদ সম্মেলন করেছে। এ সময় তারা বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের কাউকে ডাকা হয়নি। তাই এই আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টিই বরং অবান্তর। ফলে তাদের কেউই আলোচনায় অংশ নিচ্ছেন না।
ভেতর থেকে তালা লাগানোর প্রতিবাদ জানিয়ে ঐক্য পরিষদের নেতারা বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী আজ এনবিআরে ঢুকতে পারছেন না। এ বিষয়টি জুলাই গণঅভ্যুত্থানের দমন-নিপীড়নের কথা মনে করিয়ে দেয়। বিগত আওয়ামী সরকার যেমন দমন-নিপীড়ন করে জুলাই আন্দোলন ঠেকানোর চেষ্টা করেছে, একইভাবে এই আন্দোলন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে আজও আন্দোলনরত কর্মকর্তারা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।