Logo
Logo
×

অর্থনীতি

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজিএমইএর সভাপতি নির্বাচিত হলেন বাবু খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:০১ পিএম

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজিএমইএর সভাপতি নির্বাচিত হলেন বাবু খান

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সংগঠনটির নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল করা হয়নি। ফলে, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সেলিম রহমান প্রথম সহসভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহসভাপতিদের মধ্যে রয়েছেন মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

নির্বাচনি কার্যক্রমে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নবনির্বাচিত বোর্ড আগামী ১৬ জুন বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। তিনি অন্তর্বর্তীকালীন বিজিএমইএর দায়িত্ব পালন করে আসছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন