Logo
Logo
×

অর্থনীতি

বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা ধরা হয়েছে। বাজেটের আকার কমলেও রাজস্ব বাড়াতে বেশ কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে। এতে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে।

আজ সোমবার (২ জুন) বেলা ৩টায় নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার পূর্বধারণকৃত বাজেট বক্তব্য সম্প্রচার করা হয়।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১১ মাসের মাথায় অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবার বাজেট দিতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ব্যয় কমিয়েছেন ৭ হাজার কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের চেয়ে কমল।

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া বাজেট বক্তৃতা ও বাজেট নির্দেশিকা থেকে বেশ কিছু পণ্যের কর বাড়ানোর তথ্য পাওয়া গেছে। সে অনুসারে বাজেটে নিম্নোক্ত পণ্যের দাম বাড়তে পারে:

দেশে তৈরি মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, জুসার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার, গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী ও সমজাতীয় পণ্য, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), দেশে তৈরি এলপিজি সিলিন্ডার, বিদেশি চকলেট, লিপস্টিকসহ ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত প্রসাধনী, ব্লেড, সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, সাবান-শ্যাম্পু, ফ্ল্যাট, বলপয়েন্ট কলম, হেলিকপ্টার সার্ভিস, দেশে তৈরি ওয়াশিং মেশিন, দেশে তৈরি মাইক্রো ওভেন, দেশে তৈরি ইলেকট্রিক ওভেন, দেশে তৈরি ব্লেন্ডার-জুসার-মিক্সার-গ্রাইন্ডার, দেশে তৈরি ইলেকট্রিক কেটলি-ইস্ত্রি, দেশে তৈরি রাইস কুকার-প্রেসার কুকার, দেশে তৈরি লিফট, ওটিটি কনটেন্ট, বাণিজ্যিক ভবন (কমার্শিয়াল স্পেস) ইত্যাদি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন