
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রড ও স্টিলে কর ও ভ্যাট বাড়ানো হয়েছে। পাকা বাড়ি তৈরির অন্যতম এই অনুষঙ্গের কর বৃদ্ধির কারণে বাড়ি বানানোর খরচ বাড়বে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা জানান, রড ও স্টিলে ভ্যাট বাড়ানো হচ্ছে। দরকারি এই দুই অনুষঙ্গের আমদানিতে শুল্ক ২০–২৩ শতাংশ ও ভ্যাট ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ভোক্তাপর্যায়ে প্রতি টন রডের দাম বাড়তে পারে০ প্রায় ১ হাজার ৪০০ টাকা।
বর্তমানে স্টিলের মূল কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে ফিক্সড শুল্ক আদায় করা হয় ১ হাজার ৫০০ টাকা। স্টিল থেকে বিলেট ও রড উৎপাদনে প্রতি টনে ফিক্সড ভ্যাট ২ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে সরকার প্রতি টনে পাচ্ছে ৩ হাজার ৭০০ টাকা।
আজ সোমবার (২ জুন) বেলা ৩টায় নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার পূর্বধারণকৃত বাজেট বক্তব্য সম্প্রচার করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ১১ মাসের মাথায় অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবার বাজেট দিতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ব্যয় কমিয়েছেন ৭ হাজার কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের চেয়ে কমল।
প্রায় দেড় যুগ আগে গভর্নর থাকা সালেহ উদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট। বাস্তবতার সঙ্গে মিল রাখতেই ঘাটতি কমিয়ে বাজেটের আকার ছোটো রাখার কথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেছেন, আন্দোলনের ডামাডোলের মধ্যে নতুন বাজেটে স্বল্প আয়ের মানুষকে ‘স্বস্তি’ দেওয়ার চেষ্টার পরিকল্পনা থাকছে বাজেটে।