Logo
Logo
×

অর্থনীতি

'পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:২৭ পিএম

'পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে'

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে।

আজ সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পলাতক পাচারকারীদের লুটের জব্দকৃত টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে। এ লক্ষ্যে ফান্ড তৈরি করা হবে।

আহসান এইচ মনসুর বলেন, আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন