দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম
শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার পতনের স্মারক হিসেবে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) হাইকমিশনে এ অনুষ্ঠানের সূচনা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠের মাধ্যমে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার বার্তায় "ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা" এবং জুলাই আন্দোলনের চেতনাকে পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে একটি "সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ" গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, "জুলাই অভ্যুত্থানে যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা তখনই অর্থবহ হবে, যখন বাংলাদেশ সত্যিকারের জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে।"
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের কমিশনার ড. নাবিলা ইদ্রিস। তিনি পূর্বে ধারণকৃত এক ভিডিও বার্তায় আন্দোলনের সময় ফ্রন্টলাইনে ছাত্রদের পাশে থাকার অভিজ্ঞতা শেয়ার করেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত একটি গণআন্দোলন, যা বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রশস্ত করেছে।”
অনুষ্ঠানে প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদও বক্তব্য দেন। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।