ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম

অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে।
প্রতিবেশী দুই দেশের (ভারত ও মিয়ানমার) সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো জোট গঠন করছি না আমরা।’
বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।