Logo
Logo
×

কূটনীতি

জাপান বাংলাদেশে সহযোগিতা বাড়াবে: আশা ড. ইউনূসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৩:৫২ পিএম

জাপান বাংলাদেশে সহযোগিতা বাড়াবে: আশা ড. ইউনূসের

টোকিও সফরকালে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার আশা, জাপান এশিয়ায় নেতৃত্ব দেবে এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তার জন্য একটি নতুন সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে। টোকিওতে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের আগে যতটা সম্ভব সংস্কার কার্যক্রম সম্পন্ন করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের সহায়তার ক্ষেত্রে জাপান নেতৃত্ব দেখাবে এবং আমাদের দেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াবে— এটাই আমার প্রত্যাশা।

তিনি বলেন, ‘সরকার পুরনো কাঠামো, নীতিমালা ও বিচারব্যবস্থায় ফিরতে চায় না। সেগুলো ছিল দমন-পীড়নের হাতিয়ার, মানুষের অধিকার কেড়ে নেওয়ার উপায়।’

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের ভাষায়, ‘বর্তমানে যেসব প্রতিষ্ঠান ও কাঠামো রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং যেগুলো ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে সেগুলো পরিবর্তন করা হবে।’

পূর্বঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন