ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজের পরিচয়পত্র পেশ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:৪৪ পিএম

ভারতে মনোনীত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশের দিন আজ বৃহস্পতিবার থাকলেও, তা হঠাৎ করে স্থগিত করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। পূর্ব নির্ধারিত সময়ের মাত্র তিন ঘণ্টা আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ হাইকমিশনকে জানায়।
জানা গেছে, একই দিনে তুরস্ক ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতদেরও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে ভারত সরকার তিনজনেরই অনুষ্ঠান আপাতত স্থগিত করেছে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক সম্প্রতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যার প্রভাব পড়েছে এই সিদ্ধান্তে।
উল্লেখ্য, ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় রাষ্ট্রপতির কাছে রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের কথা ছিল।
এর আগে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতের সামরিক পদক্ষেপের পর আজারবাইজান ও তুরস্ক প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়ায়।
এ অবস্থান ভারতের সঙ্গে তাদের সম্পর্কে নতুন করে টানাপড়েন সৃষ্টি করেছে। সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে তুরস্কে নির্মিত আসিসগার্ড ‘সংর’ ড্রোন ব্যবহার করার খবর সামনে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তীব্র প্রতিক্রিয়ার অংশ হিসেবে ভারতের বিভিন্ন মহলে তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বর্জনের আহ্বান জোরালো হয়েছে। এমনকি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত হওয়া কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আঞ্চলিক কূটনীতির জটিল বাস্তবতা প্রতিফলিত করছে।