Logo
Logo
×

কূটনীতি

বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য চুক্তি সই

Icon

ইউএনবি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:২০ পিএম

বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য চুক্তি সই

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে উচ্চ শুল্ক (ট্যারিফ) বাধা দূরী করাসহ দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই ও অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যবিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং।

বুধবার (১৪ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫–এ তিনি এ কথা বলেন।

ফোরামে ভিয়েতনামের ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। দলটির নেতৃত্ব দেন দেশটির ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং।

কৃষি, পর্যটন, ঔষধ, মৎস্য, তথ্য প্রযুক্তিসহ বেশকিছু শিল্পের বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে ফ্যান থি থ্যাং বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই একে অপরের পণ্যে উচ্চ শুল্ক (ট্যারিফ) আরোপ করে রেখেছে। দুদেশের মধ্যে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করাসহ পরিবহন, যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থা সহজ করা গেলে অনাবিষ্কৃত খাতসমূহে বড় সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এসময়, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা দৃঢ় করার পরামর্শ দেন তিনি।

উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য শুল্ক প্রতিবন্ধকতা দূর করার কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। পাশাপাশি, দুই দেশের মধ্যে লেনদেন ব্যবস্থা আরও সহজ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিপুল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। এর একটি বড় অংশই অনাবিষ্কৃত রয়ে গেছে। এরপর অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন মান কোং। প্রযুক্তি স্থানান্তর ও কারিগরি সহযোগিতার মাধ্যমে উভয় দেশে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের সুফল পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য-ভিসা সহজ করার আহ্বান জানান ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান।

দুদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও জোরদার করার গুরুত্ব তুলে ধরেন ভিয়েতনাম বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান ডো ভ্যান থ্রং।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আব্দুল হক, নাসরিন ফাতেমা আউয়াল, ড. ফেরদৌসী রহমান, এফবিসিসিআই’র সহায়ক কমিটির সদস্য, সাধারণ পরিষদের সদস্য, ব্যবসায়ী নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন