দাপ্তরিক কাজে ইসলামাবাদে পাকিস্তানের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:০৫ পিএম

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ
দাপ্তরিক কাজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ইসলামাবাদে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দাপ্তরিক কাজের জন্য তিনি এখন ইসলামাবাদে অবস্থান করছেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন বাংলা আউটলুককে এ তথ্য জানিয়েছে।
আর বাংলাদেশের গণমাধ্যমে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের অনির্দিষ্টকালের জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার খবরটি সঠিক নয় বলে জানানো হয়েছে।
হাইকমিশনার মারুফ বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় একজন বিদেশি কূটনীতিক। ২০২৩ সালের অক্টোবর থেকে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগে যোগদান করেন। তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন—ডেস্ক অফিসার (১৯৯৭, ১৯৯৯ এবং ২০০৪-২০০৬), উপপ্রটোকল প্রধান (২০১৩), পরিচালক (২০১৪), জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক (ডিসেম্বর ২০২০ - এপ্রিল ২০২২), প্রধানমন্ত্রীর কার্যালয়ের NSD-তে প্রশাসন ও বিদেশ বিষয়ক মহাপরিচালক (এপ্রিল ২০২২ - এপ্রিল ২০২৩), এবং মহাপরিচালক (মে ২০২৩ - সেপ্টেম্বর ২০২৩)।
বিদেশে বিভিন্ন পাকিস্তানি কূটনৈতিক মিশনে কাজ করেছেন: নাইরোবিতে পাকিস্তান হাইকমিশনে মন্ত্রী/ডেপুটি হাইকমিশনার এবং UNEP-এ DPR (২০১৭-২০২০), বার্মিংহামে পাকিস্তান কনস্যুলেটে কনসাল জেনারেল (২০১৪-২০১৭), ব্রাসিলিয়ায় পাকিস্তান দূতাবাসে কাউন্সেলর /ডেপুটি হেড অব মিশন (২০০৯-২০১৩), কাঠমান্ডুতে পাকিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি / হেড অব চ্যান্সারি (২০০৬-২০০৯), লন্ডনে পাকিস্তান হাইকমিশনে সেকেন্ড সেক্রেটারি (২০০১-২০০৪), এবং নিউ ইয়র্কে জাতিসংঘে পাকিস্তান স্থায়ী মিশনে থার্ড সেক্রেটারি ইউটি (মার্চ ১৯৯৮ - মে ১৯৯৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ আহমেদ মারুফ পর্তুগিজ ভাষায়ও দক্ষ। অবসর সময়ে তিনি কাঠের কাজ, চিত্রাঙ্কন ও রান্না করতে পছন্দ করেন।