Logo
Logo
×

কূটনীতি

নিতান্ত প্রয়োজন না হলে ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

নিতান্ত প্রয়োজন না হলে ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ

নিতান্ত প্রয়োজন না হলে ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সরকারের এ ভাবনার কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ এখনো ভ্রমণ সতর্কতা ইস্যু করেনি। তবে আমি মনে করি, যাদের নিতান্ত প্রয়োজন নেই, এ সংঘাতের সময় বরং ভ্রমণ না করাই ভালো।’

ভারতের গুজরাটে ১ হাজারের বেশি ‘বাংলাদেশি’-কে আটকের দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির পক্ষ থেকে যাদের ‘বাংলাদেশি’ হিসেবে দাবি করা হবে, তাদের পরিচয় যাচাই করা হবে। পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে, তার বাইরে সরকারিভাবে আটকের বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো কিছু দেওয়া হয়নি।

তৌহিদ হোসেন বলেন, অফিশিয়াল কমিউনিকেশন দিলেও আমাদের দেখতে হবে যে তারা আসলে বাংলাদেশের লোক কি না। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা অবশ্যই ফেরত নেব। কেউ আটক হলে তিনি বাংলাদেশের মানুষ কি না, সেটাও প্রমাণসাপেক্ষ। তিনি বলেন, ‘আমরা জানি যে ভারতেও প্রচুর বাংলাভাষী মানুষ আছেন। কাজেই বাংলায় কথা বললেই যে বাংলাদেশের মানুষ, এমন কোনো নিশ্চয়তা নেই।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন