বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
-67fb8dda6f7a6.jpg)
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' বা 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুণরায় বহাল করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরায়েল ’ বিষয়টি বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের দাবি জানানো হয়।
এর আগে পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে জাতীয় বিপ্লবী পরিষদ। এরপর গত ১৮ মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
এছাড়া গত ৮ এপ্রিল গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ওই সমাবেশ থেকেও বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা পরের দিন ৯ এপ্রিল একই দাবিতে সমাবেশ করেন।