Logo
Logo
×

কূটনীতি

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতের বেশি মাথা ঘামানো উচিত নয়

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

বাংলাদেশ নিয়ে ভারতের বেশি মাথা ঘামানো উচিত নয়

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর

বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। আগামী ১১ ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শশী থারুর বলেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান, তাহলে এস জয়শঙ্করের (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) সংসদে কথা বলা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি।’

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে বিষয়ে উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে তিনি রাজি নন। শশী থারুর, ‘তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এই বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিত হবে না।’

উল্লেখ্য, ভারত গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কথিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানাচ্ছে। আর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। 

সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন