Logo
Logo
×

সারাদেশ

আদালত চত্বরে সাংবাদিকদের ওপর আইনজীবীদের আগ্রাসী আচরণে কেজিইউজের নিন্দা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

আদালত চত্বরে সাংবাদিকদের ওপর আইনজীবীদের আগ্রাসী আচরণে কেজিইউজের নিন্দা

কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বর এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে সাংবাদিকদের সাথে কতিপয় আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব ঘটনার নিন্দা জানানো হয়। একই সাথে এসব ঘটনায় জড়িত আইনজীবীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার  দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদ লিপিতে জানানো হয়,  গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের ওপর কতিপয় আইনজীবীর অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) সাংবাদিকদের সাথে এ ধরনের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের এজলাস কক্ষে একাধিক সাংবাদিকের ওপর কয়েকজন আইনজীবী ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। এ ঘটনায় গোটা দেশের সাংবাদিক সমাজের সাথে একাত্মতা প্রকাশ করে কেজিইউজে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করে বিবৃতিতে বলা আরও হয়েছে,  কেজিইউজে বিশ্বাস করে, আদালত একটি পবিত্র ও নিরাপদ স্থান। রাষ্ট্রের নাগরিকদের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল হলো আদালত। আইনজীবীরা বিচারপ্রার্থী নাগরিকদের আইনি সহায়তাকারী। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করা গেছে, পেশাগত কাজে সাংবাদিকরা আদালত চত্বরে গিয়ে কতিপয় আইনজীবী দ্বারা নিগ্রহ ও হামলার শিকার হচ্ছেন। এ সকল ঘটনা দেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা এবং আইনজীবীদের আচরণবিধিকে প্রশ্নবিদ্ধ করছে।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উদ্ভট আচরণে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে এমন আইনজীবীদের হাতে সাংবাদিকরা নিরাপদ না থাকলে তাদের হাতে বিচারপ্রার্থী নাগরিকদের নিরাপত্তা কতটুকু তা এসব ঘটনা ঝর্ণা জলের মতো পরিষ্কার ধারণা দেয়।  আমরা কতিপয় আইনজীবীর এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই।

আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই সাংবাদিক ও গণমাধ্যমের পবিত্র দায়িত্ব। কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করলে সেটা তাদের জ্ঞানের দৈন্যতা বলেই বিবেচনা করে কেজিইউজে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত আইনজীবীদের শাস্তি দাবি করেছে কেজিইউজে নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘ কেজিইউজে আদালতের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার নেওয়ার দাবি জানাচ্ছে। একই সাথে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি পেশাদার আচরণ চর্চার আহ্বান জানাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন