কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি ড্রাইভারসহ ৪ জন নিহত হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনার পর পর স্থানীয় উত্তেজিত জনতা রেল লাইনের ওপর অবস্থান নিলে দীর্ঘ ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি ছিটকে যায়। এতে চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশুসন্তানসহ অজ্ঞাতপরিচয় আরও এক যাত্রী মারা গেছেন। তবে একজনের পরিচয় শনাক্ত করার সম্ভব হয়নি।
ওসি তৈয়বুর রহমান আরও জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী কক্সবাজার শহরে যাচ্ছিলেন। পথে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ওই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, বিক্ষুব্ধ জনতা ট্রেন আটকে দেওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ জনতাদের রেল পথ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।