শিক্ষার্থীদের জোর করে এনসিপির সমাবেশে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
-688a172a5b046.jpg)
টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই বিক্ষোভ ও মানববন্ধন করে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা ‘শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’-এ স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানায়, গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এসময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। তাই তারা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেয় বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না।