Logo
Logo
×

সারাদেশ

কম্পিউটারের মাধ্যমে ট্রেড লাইসেন্সের কাগজ জাল করে জমা দেওয়ায় নূর আলমের আবেদন বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম

কম্পিউটারের মাধ্যমে ট্রেড লাইসেন্সের কাগজ জাল করে জমা দেওয়ায় নূর আলমের আবেদন বাতিল

সম্প্রতি জীবননগর পৌর এলাকায় ৬ জন ওএমএসের ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৫ জুলাই আবেদনের শেষ দিন পর্যন্ত ৩০ জন আবেদন জমা দিয়েছিলেন। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি অনিয়ম ও বিভিন্ন কারণে ৫ জনের আবেদন বাতিল ঘোষণা করেছে। 

সূত্রে জানা গেছে, জীবননগর হাইস্কুলপাড়ার বাসিন্দা নূর আলম পুরাতন ট্রেড লাইসেন্সের কাগজ কম্পিউটারের মাধ্যমে তারিখ পরিবর্তন করে ও প্রশাসকের স্বাক্ষর অস্পষ্ট করে জমা দিয়েছিলেন। এটি অপরাধ প্রমাণ হওয়ায় নূর আলমের আবেদন বাতিল করা হয়েছে। এছাড়া তার ট্রেড লাইসেন্স স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

নূর আলমের বিষয়ে জানতে চাইলে যাচাই-বাছাই কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নূর আলম নামের একজনকে আগের মেয়রের সময়কার একটি ট্রেড লাইসেন্সের কাগজ তারিখ পরিবর্তন করে জমা দিয়েছিলেন। সেখানে সাবেক মেয়র বা বর্তমান পৌর প্রশাসকের স্বাক্ষর সেটি অস্পষ্ট রেখে কাগজ জমা দেওয়া হয়েছিল। তারিখ পরিবর্তন ও এই কারণে তার আবেদনও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে আর নূর আলম কয়েকজনের সঙ্গে তার কাগজে ঝামেলা আছে বলে স্বীকার করেছেন। তবে কোনো বক্তব্য দেননি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন