Logo
Logo
×

সারাদেশ

৫ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

৫ মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ ছয়টি মামলার মধ্যে পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল। এদিন জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি ছিল।

চিন্ময় দাসের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ, একটি আইনজীবী হত্যার, বাকিগুলো—পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগের মামলা।

২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। পরে ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলায় চিন্ময় দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিন শুনানিকে কেন্দ্র করে আইনজীবীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন হামলায় গুরুতর আহত হয়ে নিহত হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার পাশাপাশি কোর্ট চত্বরে পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, বাধা প্রদান এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। এই ছয় মামলায় এখন পর্যন্ত মোট ৫১ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে আইনজীবী হত্যায় জড়িত সন্দেহে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন