ভারতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ জুলাই) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তির নাম মোখলেছুর রহমান সুমন। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভারতের মেঘালয় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। হস্তান্তরের পর বিজিবি সুমনকে গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হবে।
মোখলেছুর রহমান সুমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।