Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় মামলা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

কুমিল্লায় মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় মামলা, আটক ২

কুমিল্লায়য় মা, মেয়ে ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে নিহত হন রোকসানা বেগম (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। আহত হন আরেক মেয়ে রুমা আক্তার (২৭)। স্থানীয়দের ভাষ্য, পরিবারটির বিরুদ্ধে মাদকের অভিযোগ তুলে এলাকাবাসীকে উসকে দিয়ে হামলা চালানো হয়।

রাত ৯টায় নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার থানায় অভিযোগ দেন, যা রাত ১২টায় মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৩৮ জনের নামসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ দেখে অনেককে শনাক্ত করা হয়েছে। মামলায় প্রধান আসামি স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া ও ব্যবসায়ী বাছির উদ্দিন। রাসেলের স্ত্রী মীম আক্তার অভিযোগ করেন, ঘটনার মূল পরিকল্পনাকারী শিমুল, নেতৃত্বে ছিলেন বাছির। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুজন পলাতক।

তবে চেয়ারম্যান শিমুল বিল্লাল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার আগের দিন তিনি সবাইকে আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়েছিলেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন