পয়স্তি শিকস্তি আইনে জমির খাসখতিয়ানে রেকর্ড গণবিরোধী: শেখ নাসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৮:০৩ পিএম
পয়স্তি শিকস্তি আইনে জমির খাসখতিয়ানে রেকর্ড গণবিরোধী বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ নাসির উদ্দিন। আজ বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন।
পয়স্তি শিকস্তি আইনে প্রকৃত জমির মালিকদের খাস খতিয়ানে রেকর্ড করার অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ নাসির উদ্দিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূমির প্রকৃত মালিকরা সেই জমি ভোগদখল করে আসলেও কিছু প্রভাবশালী মহলের সহায়তায় প্রশাসনের কিছু কর্মকর্তার মাধ্যমে তা খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে, যা চরম অন্যায় ও অন্যায্য।
তারা বলেন, এটি শুধু কৃষকদের জমির উপর অধিকার হরণ নয়, এটি তাদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং মানবিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এছাড়াও বক্তব্য রাখেন রিয়াজুল ইসলাম, ভোলা মিয়া, এরশাদুল হক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পয়স্তি-শিকস্তি আইনের মাধ্যমে খাস খতিয়ানে জমি রেকর্ড প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।
রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের নেতারা বলেন, জনগণের অধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়।