Logo
Logo
×

সারাদেশ

জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:২৭ পিএম

জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ও এই সভা চলে।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিগত সময়ের তাদের বিভিন্ন ক্ষোভের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আসীম সাঈদ।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ শামসুজ্জামান ডাবলু, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দীন ময়েন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শাহ জামাল ও সাধারণ সম্পাদক মাও. জুবাইয়ের আল মাহমুদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. সাজেদুর রহমান, সেক্রেটারি মাও. লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল, জাকির হোসেন শামীম, মিনহাজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ প্রমুখ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন