ঈশ্বরদীর সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নে দ্রুতগামী একটি কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী, তার শিশু কন্যা ও আরও একজন পুরুষ নিহত হয়েছেন।
বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে মিরকামারী মুন্নার মোড় সংলগ্ন দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার পরিদর্শক মোশফিকুর রহমান।
প্রাণ হারানো ব্যক্তিরা হলেন—ঐ এলাকার বাসিন্দা আবেদ আলী মণ্ডলের পুত্র আনিসুর রহমান, নাটোর সদরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের সহধর্মিণী সুবর্ণা খাতুন এবং তাদের আট বছর বয়সী কন্যা পূর্ণতা।
ঘটনাস্থলে গুরুতর আহত হন মফিজুল ইসলাম। তাকে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী পরিদর্শক মোশফিকুর জানান, মফিজুল ইসলাম তার পরিবার নিয়ে কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে নিজ জেলা নাটোরে ফিরছিলেন। পথে মুন্নার মোড়ে রাস্তার ধারে লিচু কেনার জন্য মোটরসাইকেল থামান তিনি। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি কভার্ড ভ্যান মোটরসাইকেল আরোহীসহ পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে আশেপাশের লোকজন তড়িঘড়ি করে মফিজুল ইসলামকে উদ্ধার করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত মফিজুলকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে।
তবে এর আগেই ঘটনাস্থলে প্রাণ হারান আনিসুর রহমান, সুবর্ণা খাতুন এবং শিশুকন্যা পূর্ণতা—এমনটাই জানান মোশফিকুর রহমান।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কল্লোল জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই তিনজনকে মৃত অবস্থায় পাই। মৃতদেহগুলো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”