সিলেটে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা স্থানীয় প্রশাসনের

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত
সিলেটের পর্যটন স্পটে পর্যটকদের যেতে বাধা দেওয়ার ঘটনা খবর হওয়ার পর উৎমাছড়া পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দেন তারা। সেইসাথে, পর্যটকদের নির্বিঘ্নে উৎমাছড়ায় যাওয়ার আহ্বানও জানান তারা।
আজ মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার ও কোম্পানিগঞ্জ থানার ওসি ওযায়ের মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন।
অপরদিকে, স্থানীয়রা কর্মকর্তারা জানান, যারা পর্যটকদের বাধা দিয়েছে তারা এলাকার সর্বমহলের সঙ্গে পরামর্শ করেনি। তারা একটি বিশেষ গোষ্ঠী এবং নিজ উদ্যোগেই তারা এই কাজটি করেছে।
এর আগে, গত রবিবার (০৮ জুন) বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার উৎমাছড়া পর্যটনকেন্দ্রে পর্যটকদের বাধা প্রদান করেন স্থানীয় কিছু লোকজন। এ সময়, ভ্রমণে আসা পর্যটকদের উৎমাছড়া পর্যটনকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করে কিছু মানুষ পর্যটকদের বলেন, আজ যারা উৎমাছড়াতে এসেছেন আপনারা আর কখনও আসবেন না এবং আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনসহ সবাইকে এখানে আসতে নিষেধ করবেন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এলাকাটি পরিদর্শন করেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।