Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:২৬ পিএম

বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাবা ও তাঁর ছোট ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম।

নিহতদের মধ্যে রয়েছেন শাজাহানপুরের বামুনিয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তাঁর চার বছর বয়সী পুত্র আব্দুল্লাহ।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আজিজুল ইসলাম জানান, চাঁন মিয়া ও তাঁর শিশু পুত্র আব্দুল্লাহ ঈদের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। নয়মাইল এলাকায় পৌঁছে মহাসড়কের মাঝখানে থাকা ডিভাইডার টপকে পার হওয়ার চেষ্টা করেন তারা। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন