চট্টগ্রামে অটোরিকশাকে চলন্ত ট্রেনের ধাক্কা, নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ।
জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ৭টা ৪৫ মিনিটের দিকে ছেড়ে আসে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর ওপরে উঠে যায় একটি অটোরিকশা। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়।