Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশিকে 'গুলি করে হত্যা করেছে বিএসএফ'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৫:২০ পিএম

মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশিকে 'গুলি করে হত্যা করেছে বিএসএফ'

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ বৈদ্য কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ জানান, প্রদীপ বৈদ্যের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘এই বিষয়ে গুজব ছড়িয়েছে। এখনো পর্যন্ত কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন