Logo
Logo
×

সারাদেশ

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৮:০১ পিএম

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা মূল্যের ৮ পিস স্বর্ণের উদ্ধার করেছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেল চালক স্বর্ণ বহনকারী মো. হামিদুল পালিয়ে গেছেন। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে। আজ বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। 

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পলিয়ানপুর বিওপির এসআইপি সদস্যরা পলিয়ানপুর পূর্বপাড়ার মো. আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তার ওপরে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। এ সময় মো. হামিদুল মোটরসাইকেল এবং তার কোমরে বাধা কস্টেপ পোচানো পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে বিজিবি তাকে আটক করতে পারেনি। পরে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে কষ্টেপ পেচানো পোটলা খুলে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৭৭.৭১ গ্রাম (মূল্য ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা)।

এ ঘটনায় পলাতক মো. হামিদুলের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন