Logo
Logo
×

সারাদেশ

ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ জন আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:১৭ পিএম

ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৫ বাংলাদেশি আটক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ১৫ জন (পুরুষ-৫, নারী-৩ এবং শিশু-৭) বাংলাদেশি নাগরিক আটক করা হয়। 

আটককৃত পুরুষ বাংলাদেশিরা হলেন খুলনার বাটিয়াঘাটা থানার বালিয়াডাঙ্গা গ্রামের মো. শাহজালাল শেখ (২৫), ফুলতলা থানার গারাখোলা গ্রামের মো. আবু যার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের রাহুল গাজী (২৫) ও কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের মো. ইরাই গাজী (৩৭)।

এছাড়া গত শুক্রবার রাতে ১১টার দিকে জীবননগরের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নতুনপাড়া গ্রামের মো. নবার আলী আম বাগানের মধ্যে নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন