Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরার তালায় সাংবাদিকদের বহনকারী বাস উল্টে খাদে

Icon

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৬:২৪ পিএম

সাতক্ষীরার তালায় সাংবাদিকদের বহনকারী বাস উল্টে খাদে

সাতক্ষীরার তালায় বাস উল্টে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রবিবার সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজারের ইসলাম কাঠিরমোড়ে এই দুর্ঘটনা ঘটে। বাসে ৩৫ জন সাংবাদিক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাসের যাত্রী বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ। 

মুক্তাদির রশিদ বলেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরছিলাম। পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কয়েকজন আমার গায়ের ওপর পড়েছে। ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মনে হচ্ছে, আবারও মৃত্যু কাছ থেকে ফেরত আসলাম।


তিনি জানান, এই সড়কের যারা গাড়ি চালান তারা জানিয়েছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছল হয়ে যায়।এলাকাবাসী জানিয়েছেন, এই রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা নিয়মিত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন