Logo
Logo
×

সারাদেশ

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৬:০৪ পিএম

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা ও হত্যাচেষ্টার আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আইভীকে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

এদিন সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্টপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। 

এর আগে, গত ৯মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে সাবেক সিটি মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন তিনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন