Logo
Logo
×

সারাদেশ

অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:১১ পিএম

অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থনীতিতে সকল মানুষের জন্য সমান অধিকার থাকতে হবে, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (৯ মে) চট্টগ্রামে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছর অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল। সেটিকে নিশ্চিত করতে হবে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। এটি চাকরি বা ব্যবসা যেভাবেই হোক। এর জন্য দরকার শিক্ষা। বিএনপি ক্ষমতায় থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষার জন্য ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, জাতিকে প্রযুক্তিগতভাবে উন্নত হতে হবে। স্বচ্ছতা আনা ও উৎপাদনশীলতা বাড়াতে হলে প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই। সরকারি যত অনুমতির বিষয় রয়েছে তা অনলাইন করা হবে। বিনিয়োগকারিদের জন্য বিডা থেকে ক্যাপ্টেন নিয়োগ করা হবে। তারা বিনিয়োগকারিদের সকল বিষয়গুলো দেখভাল করবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন