Logo
Logo
×

সারাদেশ

হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে কলেজছাত্রকে ‘হত্যা’

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে কলেজছাত্রকে ‘হত্যা’

নিহত সিয়াম। ছবি: সংগৃহীত

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ফেলে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের সহকারীর (হেলপার) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সিয়াম চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে চান্দনা চৌরাস্তা থেকে মাস্টারবাড়ীর উদ্দেশে উঠেছিলেন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মহাসড়কে পড়ে গেলে বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি জব্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, নিহতের লাশ থানায় আনা হয়। পরে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন