Logo
Logo
×

সারাদেশ

পাহাড় ধসে প্রাণ হারাল দুই শিশু

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২৫, ০১:২০ পিএম

পাহাড় ধসে প্রাণ হারাল দুই শিশু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকায় পাহাড় ধসের ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে সি ব্লকের পাশের একটি পাহাড়ের পাদদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম নোহান (১১) ও মেজবাহ (১২)। তারা স্থানীয় বৈরাগ ইউনিয়নের বাসিন্দা ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে, শিশু দুজন পাখির বাসা খুঁজতে গিয়ে পাহাড়ের পাদদেশে প্রবেশ করলে হঠাৎ পাহাড় ধসে পড়ে এবং তারা মাটি চাপা পড়ে মারা যায়।

এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, “শুনেছি, কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখি ধরতে গিয়েছিল। এ সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে তারা চাপা পড়ে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।”

 তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

কোরিয়ান ইপিজেডের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান জানান, “সি ব্লকের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা সেখানে পাখি ধরতে গিয়েছিল।”

 তিনি দাবি করেন, সেখানে কোনো পাহাড় কাটা হচ্ছিল না। তবে তিনি বলেন, “এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। শিয়াল বা অন্যান্য বন্য প্রাণীর গর্তের কারণে মাটি আলগা হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শিশুরা হয়তো এমন একটি গর্তে ঢুকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।”


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন